19 C
Kolkata
December 26, 2024
রাজ্য

তমলুকে খাদি মেলায় খাদি শিল্পকে তুলে আনা হয়েছে রাজ ময়দানে,

গ্রামীণ মানুষের অর্থনৈতিক উপার্জনের জন্য এককালে গান্ধীজীর চরকা কেটেছিলেন , খাদির প্রচলন করেছিলেন , আজও রাজ্য সরকার বাঁচিয়ে রেখেছেন তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলার উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম কুমার বারিক । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে খাদি মেলার মঙ্গলবার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী । তমলুক রাজবাড়ী ময়দানে মঙ্গলবার শুভ উদ্বোধন হয় । চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত ।এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি সুহাসিনী কর , তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দিব্যেন্দু নারায়ণ রায় ,রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক নিমাই চাঁদ হালদার ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম ,মানুষ পন্ডা ,অপর্ণা ভট্টাচার্য, প্রদীপ দে প্রমূখ । তমলুকে খাদি মেলার বহু স্টল তৈরি হলেও এখনো পূরণ হয়নি । মেলায় রয়েছে ঢেঁকিতে ছাটা চালগুড়ি, নানা স্বাদের পিঠে পুলি , হাতের তৈরি বেতের জিনিসপত্র , খাদির বিভিন্ন রকমের জিনিসপত্র ।

Related posts

Leave a Comment