ধূপগুড়ি, ১৭ আগস্ট: বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিতিতে ধূপগুড়ি উপ নির্বাচনের মনোনয়ন দাখিল বিজেপি। এদিন জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে দলীয় সমর্থকরা সমবেত হয়ে ঢাকের তালে মনোনয়ন পত্র জমা করার পর্ব সম্পন্ন করলেন পুলওয়ামা জঙ্গী হামলায় শহীদ সি আর পি এফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়। উল্লেখ্য, গত একমাস আগেই অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়েছিলো বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। এরপরেই জাতীয় নির্বাচন কমিশন দেশের অন্যান্য কয়েকটি উপ নির্বাচনের সঙ্গে আগামী ৫ই সেপ্টেম্বর ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন ঘোষণা করে। বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ রাজ্য বিধানসভায় বিজেপি দলের চীফ হুইপ মনোজ টিজ্ঞা, সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, ডাবগ্রাম ফুলবাড়ীর বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি এবং অন্যান্য নেতৃত্ত্ব। উপ নির্বাচন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, জলপাইগুড়ির একটি ঐতিহ্য রয়েছে। আমি আসা করব ধুপগুড়ি উপ নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল সেই ঐতিহ্যকে বজায় রেখেই নির্বাচনে অংশ নেবে।