19 C
Kolkata
December 23, 2024
বিদেশ

ডোনাল্ড ট্রাম্পকে মারতে চান ইরানের সেনা কমান্ডার, বিতর্ক বিশ্বজুড়ে

তেহরান: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট “ডোনাল্ড ট্রাম্পকে মারতে চাই” বলে হুমকি দিলেন ইরানের এক সেনা কমান্ডার। একটি মিসাইল বানানোর পরই এমন হুমকি দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডস অ্যারোস্পেসের প্রধান আমিরালি হাজিজাদেহ। যা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে।

বর্তমানে অধিকতর শক্তিশালী রাষ্ট্র উত্তর কোরিয়া বার বার নানারকম শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে প্রায়ই। তবুও তাদেরকে এই ধরণের হুমকি দিতে দেখা যায়নি। অথচ ইরান মাত্র ১৬৫০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র নির্মাণ করে এই হুমকি দিতেই যথেষ্ট জল্পনার সৃষ্টি হয়েছে। কিন্তু ইরানের একজন প্রশাসনিক কর্মকর্তার এই রোষের কারণ কী?

জানা গিয়েছে, ২০২০ সালে ট্রাম্প যখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষনেতা ছিলেন কাসেম সোলেমানি। সেসময় তাঁকে ড্রোন হামলায় খতম করে আমেরিকা। তারপর থেকে ক্ষেপে যায় ইরান। সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে ট্রাম্পের ওপর। বদলা নিতে ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় তেহরান।

Related posts

Leave a Comment