জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির। বেহাল নাগরিক পরিষেবা। যত্রতত্র পরিকল্পনাহীন পার্কিং, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের প্রতিবাদ সহ এক গুচ্ছ দাবিতে সোমবার দুপুর ১ টা নাগাদ বিক্ষোভ দেখাতে আসেন বিজেপি কর্মীরা। বিশাল পুলিশ বাহিনী বিজেপি কর্মীদের আটকে দিয়েছে পুরসভার গেটের সামনে। বিজেপির বিক্ষোভে যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ অনেকে উপস্থিত ছিলেন। এই মুহূর্তেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।