28 C
Kolkata
April 6, 2025
কলকাতা

ডেঙ্গু রোধে শহর পরিক্রমা করছেন ডেপুটি মেয়র

সংবাদ কলকাতা, ২২ সেপ্টেম্বর: রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। গোটা রাজ্যের পাশাপাশি কলকাতার অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। পরিস্থিতি একেবারে খারাপের দিকে যাওয়ার আগে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বেশ কিছুদিন আগে থেকেই কলকাতার বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। সেইমতো আজ দুপুরে কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটের ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন করলেন কলকাতা অতীন বাবু। পাশাপাশি, তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। বিভিন্ন ঘুরে দেখার পর তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলেজের এমএসভিপি। এছাড়া উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস।

Related posts

Leave a Comment