29 C
Kolkata
August 2, 2025
কলকাতা

ডেঙ্গি রোধে ব্যর্থ কলকাতা পুরসভা, জানালেন মেয়র

সংবাদ কলকাতা: গত বছরের থেকে চলতি বছরে এখনও পর্যন্ত কলকাতা শহরে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তারপরেও মেয়র ফিরহাদ হাকিম স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কলকাতা পুরসভার কিছুই করার নেই। মানুষকে নিজেকেই সচেতন হতে হবে। না হলে ডেঙ্গির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় শহরবাসীর। সামনের মাসে এই সময় রীতিমতো আনন্দে মেতে উঠবেন সকলেই। কারণ, বছরভর পরে উমা তাঁর বাপের বাড়ি আসতে চলেছে। কিন্তু, এমত অবস্থায় দিনকে দিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শহর কলকাতায় ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা এবং যেভাবে মানুষের প্রাণ যাচ্ছে, তাতে করে একদিকে যেমন রাজ্য সরকার, অন্যদিকে কলকাতা পুরসভার কোনওরকম হেলদোল নেই। কেবলমাত্র কিছু বিজ্ঞাপন, কিছু হোর্ডিং আর কয়েকটা বাড়ানো। কখনো সখনো একটু স্প্রে করে দেওয়া। মাত্র এইটুকু কাজ করেই কলকাতা পুরসভা নিজেদের ঘাড় থেকে ডেঙ্গি আক্রমণকে প্রতিরোধ করতে চূড়ান্তভাবে যে ব্যর্থ হয়েছে, সে কথা শুক্রবার পরিষ্কারভাবেই জানালেন মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বাংলাদেশের তুলনায় শহর কলকাতার মানুষের আক্রান্তের সংখ্যা অনেক কম। তার কারণ, কলকাতার মানুষ অনেক বেশি সচেতন। কিন্তু সেই সাধারণ মানুষকেই মেয়র ফিরহাদ হাকিম পরিষ্কার জানিয়ে দিলেন, সজাগ হতে হবে মানুষকেই। কলকাতা পুরসভা মানুষকে সজাগ করা ছাড়া আর কিছুই করতে পারবে না। অর্থাৎ এক কথায় কলকাতা পুরসভা একেবারেই নিরুপায় এই ডেঙ্গি এবং ম্যালেরিয়াকে প্রতিরোধ করতে।

Related posts

Leave a Comment