November 2, 2025
জেলা

ডেঙ্গি মোকাবিলায় কোচবিহার শহরে গাপ্পি মাছ ছাড়ল পুরসভা

কোচবিহার: ডেঙ্গি মোকাবিলায় এবারে কোচবিহার শহরে গাপ্পি মাছ ছাড়ল কোচবিহার পুরসভা। এভাবে প্রতিটি ওয়ার্ডে ছাড়া হবে ছয় হাজার গাপ্পি মাছ। শহরের বড় নর্দমাগুলিতে গাপ্পি মাছ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা৷ কোচবিহার পুরসভার ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে৷ কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, ডেঙ্গি মোকবিলায় স্প্রে করার পাশাপাশি শহরে নর্দমাগুলিতে ছাড়া হবে গাপ্পি মাছ।

Related posts

Leave a Comment