29 C
Kolkata
April 15, 2025
রাজ্য

ডিয়ার লটারি তৃণমূলের আরও একটি চিটফান্ড: শুভেন্দু

সুমন মল্লিক, সংবাদ কলকাতা মাত্র চার মাস আগে লটারিতে এক কোটি পেয়েছেন অনুব্রত। এবার তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী পেলেন এক কোটি। যা নিয়ে রীতিমতো সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Dear lottery case

আর এই বিতর্কের মাঝেই নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং-এর আত্মীয় রাজেশ সিং-এর স্ত্রী পেলেন এক কোটি টাকা। এ নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূল নেতারা লটারির মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা করছেন। তিনি ডিয়ার লটারি কোম্পানিকে ডিয়ার ভাইপো লটারি কোম্পানি বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি এ-ও বলেন, ডিয়ার লটারি কোম্পানি এখন তৃণমূলের স্পনসরে চলছে। এ নিয়ে অবশ্য শাসক দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যাইনি।

Related posts

Leave a Comment