সংবাদ কলকাতা: ডেড লাইন ডিসেম্বর কথাটি যেন বারবার শাসক পক্ষকে অস্বস্তির মুখে ফেলেছে। এবার আরও একবার ডিসেম্বর প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, কয়লা পাচারের টাকা যাদের পকেটে ঢুকেছে, ডিসেম্বরে ধরা পড়বে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই একই বিষয় নিয়ে বারবার সোচ্চার হয়েছেন। তাই সন্দেহ বশত সাংবাদিকরা প্রশ্ন করে, তাহলে কি ইডি সিবিআই-কে বিজেপি নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নে বালুরঘাটের সাংসদ বলেন, আপনারাই সমস্তটা লিখেছেন। আপনারা জানেন, ১২ তারিখের পর সুপ্রিম কোর্টের রক্ষা কবচ উঠে যাচ্ছে অভিষেক ব্যানার্জি সহ আরও অনেকের। তাই এবার লাইন পড়ে যাবে জেলে যাওয়ার।
next post