19 C
Kolkata
December 23, 2024
কলকাতা

ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি মাছ ব্যবসায়ী

মন্দিরবাজার: একদিকে বাড়িতে বিবাহযোগ্যা মেয়ে, অন্যদিকে বেশ কিছু বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছেলে। মধ্যবিত্ত পরিবারে প্রায়শই অভাবের সংসারে দুমুঠো ভালো করে খাওয়া জুটত না। মন্দিরবাজার বিধানসভার আজনা গ্রামের সুবল হালদার। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনই অল্প কিছু মাছ নিয়ে স্থানীয় বাজারে বসেন বিক্রির উদ্দেশ্যে। আর সেই ব্যবসায় দিনে অল্প যা আয় হয়, তার সর্বস্ব দিয়েই দীর্ঘ ১২ বছর ধরে লটারি কাটছিলেন সুবল। এই নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল। কখনও বা ব্যাংক থেকে লোন নিয়ে, আবার কখনও বা চাষবাস করে কোনও রকমে দিন চলছিল হালদার পরিবারের।

স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অভাবের সংসার ছিল সুবল বাবুর। আর সেই অভাবের সংসারেই এখন লক্ষ্মী লাভ। ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন তিনি। তাঁর টিকিটে বাঁধল এক কোটি টাকা। এই খবর জানার পরই আনন্দে আত্মহারা গোটা পরিবার। দীর্ঘ ১২ বছর ধরে লক্ষ্মী লাভের আশায় টিকিট কাটলেও এতদিন লক্ষ্মী তাঁর জীর্ণ ঘরে প্রবেশ করেনি। অবশেষে গতকাল রাতের কাটা ডিয়ার লটারিতে মিলল এক কোটি টাকা। সেই টাকা দিয়েই তিনি এখন ব্যবসার পাশাপাশি মেয়ের বিবাহ, ছেলের শারীরিক চিকিৎসা ও সমস্ত কিছুই করাতে চান।

Related posts

Leave a Comment