32 C
Kolkata
April 15, 2025
রাজ্য

ডিএ বকেয়া এখনও, ডিসেম্বরে পরপর তিনদিন ছুটি সরকারি কর্মচারীদের!

সংবাদ কলকাতা: বড়দিন উপলক্ষ্যে ডিসেম্বরে পরপর তিনদিন ছুটি সরকারি কর্মচারীদের। নবান্ন থেকে দিয়ে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এদিকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বকেয়া এখনও।

বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলনে নেমেছে সরকারি কর্মচারীরা। কিছুদিন আগে বিধানসভা অভিযান করেন তাঁরা। যদিও সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াই চলছে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে মামলা গড়িয়েছিল ডিভিশন বেঞ্চে।

এদিকে বড়দিন উপলক্ষে ডিসেম্বরে পর পর তিনদিন ছুটি সরকারি কর্মচারীদের। প্রতিবছর ২৫ ডিসেম্বর বন্ধ থাকে সরকারি অফিস। এবার কেন পর পর তিনদিন। এর উত্তরে মমতা সরকারের সাফাই, এবছর ২৫ ডিসেম্বর রবিবার। তাই পরের দিন, সোমবার ছুটি দেওয়া হয়েছে। ফলে শনি, রবি ও সোমবার পর পর তিনিদিন ছুটি পাচ্ছে সরকারি কর্মচারীরা।

Related posts

Leave a Comment