18 C
Kolkata
December 24, 2024
রাজ্য

ডিএ ধর্মঘটে উপস্থিতি খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মমতার

সংবাদ কলকাতা: নবান্নের পার্বত্য ও স্বরাষ্ট্র দপ্তরে একক ভিজিট করলেন মমতা। তাঁর এই সারপ্রাইজ ভিজিটে চমকে যান এই দুই দপ্তরের কর্মীরা। বুধবার দুপুর বেলায় দপ্তরের প্রতিটি টেবিল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কর্মীদের সঙ্গে তাঁদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন মমতা। কিন্তু অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে মুখ্যমন্ত্রী নিজেই ধন্দে পড়ে যান। চেয়ারগুলি ফাঁকা কেন সেবিষয়ে অন্যান্য কর্মীদের কাছে জানতে চান তিনি।

সূত্রের খবর, ধর্মঘটের দিন যেসব কর্মীরা অনুপস্থিত ছিলেন, তাঁদের বর্তমান গতিবিধি ও কাজের পারফরম্যান্স তদারকি করতেই এই দুই দপ্তরে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই দুই দপ্তর সম্পর্কে তাঁর কানে বেশ কিছু অভিযোগ এসেছিল। সেই বিষয়টি খতিয়ে দেখতেই আজ তিনি আচমকা ভিজিট করেন। গত ১০ মার্চ ডিএ ধর্মঘটের দিন এই দুই দপ্তরের উপস্থিতির হার খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment