সংবাদ কলকাতা: ২০২২-২৩ শিক্ষাবর্ষে এখন কোনও আবেদন গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনই নির্দেশ দিয়ে ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী কালীন স্থগিতাদেশ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
জানা গিয়েছে, এনসিটিই-র নিয়ম অনুযায়ী ডিএলএড কোর্স সম্পূর্ণ করতে ২০০ টি কর্ম দিবস প্রয়োজন। ২০২২ সালে ডিএলএড কোর্সে যারা ভর্তি হয়েছিলেন তাঁদের কোর্স সম্পূর্ণ হতে আরও কয়েক মাস লাগবে। এরই মধ্যে ২৭ সে ডিসেম্বর ২০২২-২৩ শিক্ষাবর্ষে কোর্সে ভর্তির জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। তাছাড়াও এনসিটিই-র গাইডলাইন অনুযায়ী আবেদনের জন্য জেনারেলদের ৩০০ টাকা এবং এসসি এসটি দের ১৫০ টাকা করে লাগে। রাজ্যে সেটা ৩০০০ টাকা করে নেওয়া হচ্ছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে একটি মামলা করা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়ার উপর অন্তবর্তী কালীন স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
previous post
next post
