সংবাদ কলকাতা: আজ, বুধবার সকালে ডালহৌসির অফিস পাড়ায় অগ্নিকান্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। এখানকার টেলিফোন ভবনের কাছে শরফ হাউসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১০ টা ১০ মিনিটে ওই বিল্ডিংয়ের চার তলার ছাদে টিনের শেডে এই আগুন লাগে। সাত সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই বিল্ডিংয়ে রয়েছে একটি গুদাম, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা। এছাড়া ছাদে রয়েছে একটি ক্যান্টিন। এর পাশেই রয়েছে রাজভবন। ঘটনাটি লক্ষ্য করার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবন থেকে বেরিয়ে এসে বিষয়টির খবর নেন। এখানকার কাউন্সিলর সন্তোষ পাঠকও ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি ওই বিল্ডিংয়ে একাধিকবার বেআইনি নির্মাণের অভিযোগ করেন। তবে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে।
previous post