সংবাদ কলকাতা: ডার্বির মধ্যে টিকিটের জন্য হাহাকার। মোহনবাগান-ইস্টবেঙ্গল, দুই ক্লাবের সামনেই টিকিটের জন্য লম্বা লাইন। টিকিটের জন্য সমর্থকদের ক্ষোভ। এর মধ্যেই অভিযোগ উঠেছিল চড়া দামে ডার্বির টিকিট ব্ল্যাক করার। শনিবার রাতে ইস্টবেঙ্গল ক্লাবের পাশে হানা দিয়ে টিকিটের ৪ জন চোরাকারবারীকে হাতেনাতে ধরল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। তাদের কাছ থেকে ডুরান্ড ফাইনালের বিপুল সংখ্যক টিকিট উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ময়দানের লেসলি ক্লডিয়াস সরণীর ইস্টবেঙ্গল ক্লাবের কাছে চড়া দামে ডুরান্ড ফাইনালের টিকিট বিক্রি করা হচ্ছিল বলে খবর যায়। এরপরই কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা সেখানে হানা দেন। চারজন ব্ল্যাকারকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল-অজয় শেঠ, মুশির আহমেদ, ওমপ্রকাশ শেঠ ও মহম্মদ রশিদ। টিকিট ব্ল্যাকার হিসেবে তাদের নাম আগে থেকেই পুলিশের খাতায় রয়েছে বলে খবর। তাদের কাছ থেকে প্রচুর টিকিট উদ্ধার করা হয়েছে।
অভিযোগ উঠছিল, ৫-৬ গুণ দামে কালোবাজারি হচ্ছে টিকিটের। অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ।
previous post
next post