সংবাদ কলকাতা: সোমবার দুপুরে ডানকুনির রথতলা এলাকায় একটি খাটালে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে আরও দুটি খাটালে। যার জেরে আগুনে পুড়ে মারা যায় চল্লিশ টি গরু। গুরুতর ভাবে আহত হয় আরও কয়েকটি গরু। এই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি গেঞ্জি কারখানায়। খবর পেয়ে সেখানে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে সেখানে পৌঁছায় পৌর প্রধান ও কাউন্সিলর রা। খাটালের মালিক জানান আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান।