সংবাদ কলকাতাঃ পোস্ট অফিসের সেভিংস একাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার যোগ না থাকলেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার নির্দেশ কেন্দ্রের। আগামী বর্ষের ১ এপ্রিল থেকেই চালু হতে চলেছে এই নিয়ম। আগামী সাড়ে তিন মাস কেওয়াই সির মাধ্যমে মোবাইল নাম্বার জমা না দিলে কোন গ্রাহক লেনদেন করতে পারবে না।
অনেক সময় ধরেই মোবাইল নাম্বার এবং সেভিংস একাউন্ট গুলো সংযোগ করার চেষ্টা করছে ডাকঘর, কিন্তু তা সম্ভব হয়ে উঠছিল না। সে জন্য ডাকঘরের নতুন নিয়ম ফোন নাম্বারের সাথে ব্যাংকের একাউন্ট লিংক না করলে কোন লেনদেন হবে না।
ডাকঘরের কর্তারা দাবি করেছেন এতে গ্রাহকদের নিরাপত্তার সাথে সাথে এসএমএস ও ই পাশবইয়ের সুবিধা পাবেন গ্রাহক।
কিন্তু এখন প্রশ্ন একটাই অ্যাকাউন্ট ব্লক করা হলে তার পরবর্তী পদক্ষেপ কী হবে ডাকঘরের?
previous post