22 C
Kolkata
December 25, 2024
রাজ্য

ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালে ধোঁয়া ঘিরে আতঙ্ক

হুগলি: আজ, শনিবার সকাল ৮টা ৪০ নাগাদ ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালে ধোঁয়া ঘিরে আতঙ্ক দেখা দিল এদিন। ট্রেনটির একটি বগির নীচ থেকে ট্রেনটি চুঁচুড়া স্টেশনে আসতেই বিপুল পরিমাণে ধোঁয়া বেরোতে থাকে। আগুন লেগেছে ভেবে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। শুরু হয় হুড়োহুড়ি। রেলকর্মীরা কিছুক্ষণের মধ্যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুটা সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস টাইমে বিপাকে পড়েন যাত্রীরা। ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয় সকাল ৯ টা ১০ নাগাদ। রেল সূত্রে জানা গিয়েছে, লোকালটির বগির ব্রেক বাইন্ডিংয়ে ত্রুটি দেখা দেওয়ায় আচমকা প্রবল ঘর্ষণের ফলে ধোঁয়া বেরোতে শুরু করে। ট্রেন চালক তা লক্ষ্য করে ট্রেনটিকে থামিয়ে দেন। ৩০ মিনিট পর স্বাভাবিক হলেও এই ট্রেনটির কারনে বাকি ট্রেনগুলিও লেটে চলতে শুরু করে।

Related posts

Leave a Comment