বাহানাগা: বাহানগা। উড়িশ্যার এক অখ্যাত জনপদ। বালেশ্বর থেকে ২৫ কিমি দূরে এই গ্রামের বাসিন্দারা অন্য দিনের মতই ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। তখন সন্ধ্যা প্রায় সাতটা। হঠাৎই বিকট শব্দে আঁতকে ওঠেন গ্রামবাসীরা। তাড়াতাড়ি ছুটে আসেন স্থানীয়রা। অকস্মাৎ এই ভয়ঙ্কর দুর্ঘটনা চোখের সামনে দেখে শিহরিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। উদ্ধার কাজে এগিয়ে আসেন সুশ্রী ও সুস্মিতারা। সুশ্রীর ছেলে ও তার বন্ধুরা উঠে পড়ে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের কামরার ওপর। উদ্ধার করে ইঞ্জিনের মধ্যে আটকে থাকা ড্রাইভারকে।
previous post