সংবাদ কলকাতা, ৬ জুলাই: সামাজিক মাধ্যমে মেটার (Meta) নতুন সংযোজন। আজ বৃহস্পতিবার লঞ্চ করল মাইক্রোব্লগিং অ্যাপ ‘থ্রেডস’ (Threads)। যা ট্যুইটারের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। লগ ইন করা যাবে ইনস্টাগ্রাম দিয়ে। সর্বোচ্চ ৫০০ শব্দ পোস্ট করা যাবে এই অ্যাপটিতে। ট্যুইটারের সমতুল একাধিক বিষয় রয়েছে এখানে। এর ফলে প্রতিযোগিতার মধ্যে পড়ে গেল এলন মাস্কের (Elon Musk) ট্যুইটার (Twitter)। ইতিমধ্যে ‘থ্রেডস’ শুরু হয়েছে ভারতে। তবে ইউরোপিয়ন দেশগুলির (United Kingdom) মধ্যে এই অ্যাপ এখনও চালু হয়নি। জানা গিয়েছে, ট্যুইটারকে টেক্কা দিতেই এই অ্যাপ বাজারে আনা হয়েছে। ফলে টুইটার ব্যবসায় জোর ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে।
থ্রেডস চালুর পাঁচ ঘন্টার মধ্যে সারা পৃথিবীতে প্রায় ৬০ লক্ষ ব্যবহারকারী এই অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করা শুরু করে দিয়েছেন। কার্যত নতুন অ্যাপ বাজারে আনার এই পদক্ষেপটি মেটার কর্ণধার মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) এবং টুইটারের মালিক এলন মাস্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষতম সংযোজন। টুইটারের সামনে এখন বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে থ্রেডস (Threads)।
previous post