29 C
Kolkata
August 2, 2025
দেশ বিদেশ

টোকিওতে দুই প্লেনের সংঘর্ষে মৃত ৫

টোকিও, ২ জানুয়ারি : টোকিও-র হানেডা বিমানবন্দরে দুই প্লেনের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই জাপান উপকূলরক্ষী বাহিনীর ক্রু মেম্বার। আজ মঙ্গলবার জাপানের একটি জাতীয় সম্প্রচারক সংস্থা এই তথ্য দিয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, যাত্রী সহ একটি জ্বলন্ত এয়ারবাস (এ৩৫০) রানওয়ে বরাবর উড়ে যাচ্ছে। বিমানটিতে তখন 12 ক্রু মেম্বার সহ ৩৭৯ জন যাত্রী ছিলেন। বিমানটি আগুনে ঝলসে যাওয়ার আগেই সেই ৩৭৯ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়।

সূত্রের খবর, উপকূলরক্ষী বাহিনীর বিমানটি তখন জরুরি পরিষেবায় নিযুক্ত ছিল। বিমানটি ভূমিকম্প বিধ্বস্ত মধ্য জাপানে উদ্ধারের কাজ করছিল। বিমানে তখন ক্রু মেম্বার সহ ৬ জন উপকূলরক্ষী এই উদ্ধার কাজ পরিচালনা করছিলেন। যাঁদের মধ্যে ১ জন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের প্রথমে হদিশ পাওয়া না গেলেও পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, তিনি তখন দুর্ঘটনার কবল থেকে বিমানটিকে বের করে আনার চেষ্টা করছিলেন।

এই ঘটনার পর হানেডা বিমানবন্দর থেকে সমস্ত উড়ান প্রক্রিয়া বাতিল করা হয়। এবং বহু বিমান নিকটবর্তী বিমানবন্দরে সরিয়ে ফেলা হয়।

Related posts

Leave a Comment