November 1, 2025
রাজ্য

টেটে স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার্থীদের জন্য পর্ষদের জারি কড়া নির্দেশিকা

সংবাদ কলকাতা: নতুন করে বিতর্ক চায় না পর্ষদ। টেটে স্বচ্ছতা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশিকা। টেট পরীক্ষার্থীদের জন্য জারি বিশেষ নির্দেশিকা।
আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষা। এই উপলক্ষে ইতিমধ্যেই ২০২২ সালের টেট (প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরীক্ষা) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার টেটে স্বচ্ছতা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশি জারি করেছে পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে –
১) প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ এবং বাহির পথে সিসিটিভির ব্যবস্থা করতে হবে।
২)পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা বাধ্যতামূলক।
৩)মোবাইল বা ধাতব কোনও জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা।
৪)পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে এক ঘণ্টা আগে।
৫)পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শিক্ষক এবং কর্মচারীদের গলায় বৈধ পরিচয় পত্র ঝুলিয়ে রাখতে হবে।
৬) এছাড়া টেটে স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপনিয়েছে পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি বলেন, টেট যাতে স্বচ্ছ ভাবে হতে পারে তার জন্যই সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা নতুন করে আর কোনও বিতর্ক চাই না।’

উল্লেখ্য, রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এসএসসি ও টেট দুর্নীতির কাণ্ডে।দুর্নীতির হদিশ ৬০০টি শিক্ষক প্রশিক্ষণ (ডিএলএড ) কলেজে। তার ফলে পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে প্রায় ৫০০ বেসরকারি ডিএলএড কলেজ।

Related posts

Leave a Comment