সংবাদ কলকাতা: ফের প্রশ্নভূল মামলায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ৷ ২০১৭ সালের পর ২০২২ সালের টেটে প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এদিন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, -‘ ২০২২ সালের টেটে ২৪টি ভুল প্রশ্নের অভিযোগ নিয়ে কমিটি গঠন করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে৷ এক মাসের মধ্যে নিজেদের অবস্থান জানিয়ে রিপোর্ট দেবেন উপাচার্য’৷ ২০২২ সালের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন কয়েক জন চাকরিপ্রার্থী৷ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৯ জুন৷ ২০১৭ সালের টেটে ২১টি প্রশ্নে ভুল ছিল কি না, তা নিয়ে গত বুধবারই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল বিচারপতি মান্থার সিঙ্গল বেঞ্চ৷ সিঙ্গেল বেঞ্চ জানায়, -‘ টেটে প্রশ্নপত্র ভুল ছিল কি না? তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি৷ সেই কমিটি গঠন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’৷ বিচারপতি মান্থা নির্দেশ দেন, -‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করা ওই বিশেষজ্ঞ কমিটি টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখবে৷ আগামী এক মাসের মধ্যে আদালতের রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই রিপোর্ট জমা দিতে হবে’৷ এরপর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থার ২০২২ সালে প্রশ্নভূল দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে নির্দেশ দিলেন৷
next post