জিকেবেরহা: স্মৃতি মান্ধানার ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আয়ারল্যান্ড। ফলে মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল ভারত। ম্যাচের সেরা স্মৃতি মান্ধানা ৫৬ বলে ৮৭ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। ৯টি চার ও ৩টি ছয় মারেন ভারতের ভাইস ক্যাপ্টেন। শেষে একটি বড় শট নিতে গিয়ে আউট হয়ে যান।
টসে জিতে ব্যাটিংয়ে নামেন হরমনপ্রীতরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটে ১৫৫ রান তোলে টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে ৯.৩ ওভারে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা জুটি ৬২ রান তোলেন। শেফালি ২৯ বলে ২৪ রান করেন। অন্যদিকে ক্যাপ্টেন হরমনপ্রীত তিন নম্বরে নেমে ২০ বলে ১৩ রান করেন। রিচা ঘোষ ও দীপ্তি শর্মা কোনও রান পাননি। জেমাইমা ১২ বলে ১৯।
অন্যদিকে আয়ারল্যান্ড তৃতীয় উইকেটে গ্যাবি লুইস ও লরা ডেলানি প্রতিরোধ গড়ে তুললেও বাদ সাধে বৃষ্টি। ৮.২ ওভারে বন্ধ হয়ে যায় খেলা। এই সময় আয়ারল্যান্ডের স্কোর ৫৪। যা ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে পিছিয়ে। কিন্তু, বৃষ্টির জন্য ফের খেলা শুরু না হওয়ায় ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যায় ভারত।
previous post