টিটাগড়, ৯ নভেম্বর: টিটাগড় উড়ানপাড়ায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত মোহাম্মদ হাসান নামের যুবক। টিটাগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হাসান। তিনজন দুষ্কৃতী পায়ে হেঁটে এসে মোহাম্মদ হাসানের বাড়ির সামনেই তাঁকে করে গুলি চম্পট দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর মোঃ হাসান দুমাস আগে একটি এনডিপিএস কেসে জেল থেকে ছাড়া পায়।