সংবাদ কলকাতা: আগামী রবিবার ভারত–দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ। এই ম্যাচকে ঘিরে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর প্রসাশন। এখনও পর্যন্ত গ্রেফতার মোট ১৬ জন। অন্যদিকে সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে গতকাল হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ময়দান থানার পুলিশ। যদিও সেকথা অস্বীকার করে সিএবি সভাপতি। তিনি হাজিরা দেননি। পাশাপশি, গতকালই অনলাইন টিকিট বুকিং করার এক সংস্থার দুইজন আধিকারিক ময়দান থানায় গিয়ে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ওই সংস্থাকে নোটিশ দিয়েছিল কলকাতা পুলিশ।
সূত্রের খবর, গতকাল দুপুর দুটোর সময় তাঁরা ময়দান থানায় হাজিরা দেন। প্রথমে কলকাতা পুলিশের জয়েন সিপি ক্রাইম শঙ্খশুভ্র চক্রবর্তী তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেন। তার পরবর্তীকালে লালবাজার থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ৭ আধিকারিক এসে তাঁদের জিজ্ঞাসা করেন টিকিটের কালোবাজারি প্রসঙ্গে। তাঁদের সঙ্গে ছিলেন একজন ভিডিওগ্রাফার। তিনি সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ-এর প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করেছেন।
অন্যদিকে টিকিটের কালোবাজারির অভিযোগে গতকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, মোট ৮ টি মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যে ৯৪টি টিকিট বাজেয়াপ্ত করেছে । অভিযোগ, ৯০০ টাকার টিকিট ৮ হাজার টাকা দামে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি বৃহস্পতিবারই টিকিটের কালোবাজারির অভিযোগে দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০ টি টিকিট পাওয়া গিয়েছে।
গতকাল সন্ধ্যায় অভিষেক জয়সওয়াল নামে গিরিশ পার্কের এক বাসিন্দাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছেন টিকিটের কালোবাজারির অভিযোগে। তার বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে, মদন চ্যাটার্জী লেনের একটি ক্যাফের ভেতর টিকিট বেটিংয়ের চক্র চলছিল। সবমিলিয়ে আগামীকাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর কলকাতা পুলিশ।