বেজিং: টিকটকে শিশুদের একটি ছড়ার গানের ভিডিও করে ক্রোড়পতি। চাকরি ছাড়লেন এক তরুণী শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে চীনের হুবেই প্রদেশে। কিন্ডার গার্টেনের ওই তরুণী শিক্ষিকার নাম হুয়াং। তিনি বাগানে ফুল গাছের চারা রোপণের একটি ছড়ার ভিডিও ক্লিপ তৈরি করে টিকটকে ছাড়েন। রাতারাতি সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এমনকি ইতিমধ্যে ১০ কোটি বারের বেশি সেটি দেখা হয়ে গিয়েছে। এখন টিকটকে তাঁর ফলোয়ারের সংখ্যা ৪৩ লক্ষের বেশি।
জানা গিয়েছে, হুয়াং তাঁর ভক্তদের অনুরোধে চলতি মে মাসের প্রথম দিকে নার্সারি পড়ুয়াদের নিয়ে ফুল গাছ রোপণের একটি ছড়া লাইভ স্ট্রিম করেন। গত ৫ মে সেই ভিডিও নিয়ে চীনের একটি সংবাদ মাধ্যমে খবরটি প্রথম প্রকাশিত হয়। এবং সেই ছড়া থেকে এপর্যন্ত প্রায় ৭৭ হাজার মার্কিন ডলার আয় করেছেন। যা তাঁর স্কুল শিক্ষকতায় ১০ বছরের বেতনের সমান। এরপর তিনি শিক্ষকতা ছেড়ে লাইভ স্ট্রিমকে পূর্ণ সময়ের পেশা হিসেবে বেছে নিয়েছেন। এবিষয়ে হুয়াং এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি খুব খুশি! আমি এক দিনের জন্য লাইভ স্ট্রিম করে আমার চাকরির ১০ বছরের বেতনের চেয়ে বেশি উপার্জন করেছি। এজন্য সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, হুয়াং শিক্ষকতা করে প্রতি মাসে পেতেন ৩ হাজার ইউয়ান বা ৪৩১ ডলার। কিন্তু সেখানে তিনি একটি ভিডিওতে এখনও পর্যন্ত আয় করেছেন প্রায় ৭৭ হাজার মার্কিন ডলার। শুধু তাই নয়, তিনি যে সংস্থাতে লাইভ স্ট্রিমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, সেখানে এখনও অবধি তিনটি ভিডিও লাইভ করা হয়েছে। যা থেকে ওই সংস্থার আয় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮২৩ ডলার।
previous post
next post