21 C
Kolkata
December 24, 2024
রাজ্য

টিএস শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি

সংবাদ কলকাতা: আগামী ৩০ মার্চ শেষ হচ্ছে হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কার্যকাল। ফলে পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন টিএস শিবজ্ঞানম। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির কলেজিয়াম টিএস শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছে।

বর্তমান প্রধান বিচারপতির জায়গায় দেশের সবচেয়ে পুরনো আদালতের প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবজ্ঞানম শপথ নেবেন। শপথের পর তিনিই হবেন কলকাতা হাইকোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি। প্রসঙ্গত টিএস শিবজ্ঞানম ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টে বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করবেন।

উল্লেখ্য, জন্মসূত্রে তামিলনাড়ুর বাসিন্দা বিচারপতি শিবজ্ঞানম। তিনি ১৯৮৬ সাল থেকে দীর্ঘ ২৩ বছর আইনজীবীর পেশায় যুক্ত ছিলেন। ২০০৯ সালে তাঁকে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্তি বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। ২০১১ সালে তাঁকে স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। সেখান বিচারপতি হিসেবে দীর্ঘ ১২ বছর কাজ করেছেন। এখন তাঁকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করার সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

Related posts

Leave a Comment