সংবাদ কলকাতা: প্রতি সপ্তাহের শনি ও রবিবার টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এভাবে এক মাসেরও বেশি সময় ধরে চলবে না মেট্রো। মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ এবং ‘মেগা পাওয়ার ব্লকে’র কারণে এই নতুন ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে, এই নির্দিষ্ট দু’দিনও ৩ ঘণ্টা ১০ মিনিট পরিষেবা বন্ধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৬ মে শনিবার থেকে ১১ জুন রবিবার পর্যন্ত ৩ ঘণ্টা ১০ মিনিট কোনও মেট্রো চলবে না। আগামী এক মাসের বেশি সময় ধরে সপ্তাহে শুধুমাত্র শনি ও রবিবার পরিষেবা বন্ধ থাকবে। বাকি দিনগুলি পরিষেবা স্বাভাবিক থাকবে।
একনজরে দেখে নেওয়া যাক, কবে কখন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা:
৬, ১৩, ২০, ২৭ মে ও ৩ জুন… এই ৫টি শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না । তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত চলবে । অন্যদিকে ১০টার পর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে। ৭ , ১৪ , ২১ মে ও ৪ জুন— এই ৪টি রবিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একইভাবে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না । আবার ২৮ মে ও ১১ জুন সকাল ৯টার বদলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টা থেকে।
previous post
next post