25 C
Kolkata
November 2, 2025
কলকাতা

টানা বৃষ্টিতে হাসপাতাল চত্বর জলমগ্ন, চরম ভোগান্তির শিকার রোগী ও আত্মীয়রা

নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ: রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি। প্রতিদিনই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বহু মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে অনেকের। জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গি প্রতিরোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় ড্রেন ও নিকাশি নালা সংস্কারের কাজ শুরু করেছে জেলা প্রশাসনের আধিকারিকেরা। আরব সাগর ও বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, টানা বৃষ্টির জেরে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর জলমগ্ন। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়দের। হাসপাতালের এমার্জেন্সি গেটের কাছে কার্যত জল থৈথৈ অবস্থা। অ্যাম্বুল্যান্সে করে রোগী নামাতেও কিছুটা বেগ পেতে হচ্ছে রোগীর পরিবারের সদস্যদের। এ বিষয়ে এক রোগী সুকুমার বাগ জানান, হাসপাতালের সামনের অংশ কার্যত জলমগ্ন। জল পার হয়ে আমাদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হচ্ছে। হাসপাতালের পাশে নিকাশী নালা রয়েছে। কিন্তু সেই নিকাশী নালা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। আর এই সংস্কার না হওয়ার কারণে নিকাশী নালা উপচে ড্রেনের নোংরা জল হাসপাতালের গেটের সামনে চলে এসেছে। এই নোংরা জল ঘেঁটে আমাদের চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য হাসপাতালের মধ্যে যেতে হচ্ছে। এর ফলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এছাড়াও হাসপাতাল চত্বরের আশেপাশে যত্রতত্র রয়েছে ময়লা আবর্জনা। যা মশার আঁতুরঘর।

এক রোগীর আত্মীয় শেখ রসোআলী বলেন, হাসপাতালের চারিদিকে নোংরা আবর্জনা পড়ে রয়েছে। এতে হাসপাতাল চত্বরে মশার উপদ্রব বাড়ছে। নিকাশী নালা দীর্ঘদিন সংস্কার হয়নি। নিকাশি নালায় জমা জল থেকে মাঝেমধ্যেই দুর্গন্ধ ছড়ায়। নিকাশি নালার বেহাল অবস্থার কারণে অল্প একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। হাসপাতাল চত্বরে জমা জলের কারণে অসুবিধায় পড়তে হয় রোগী থেকে শুরু করে রোগী আত্মীয়দের। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো হেলদোল আমরা দেখতে পাই না। যদিও এই বিষয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায়ের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। কার্যত সাধারণ মানুষ চিকিৎসা করানোর ক্ষেত্রে যে হাসপাতালকে অন্যতম ভরসা হিসাবে বেছে নিয়েছে সেই হাসপাতালের চরম অব্যবস্থা ছবি দেখে চিন্তিত সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজনেরা।

Related posts

Leave a Comment