22 C
Kolkata
December 25, 2024
বিদেশ

ঝিকরগাছার পল্লীতে ভাইয়ের হাতে ভাই খুন

shadow hand holds knife in darkness in red spot light with glows and lens flare

বিল্লাল হুসাইন, যশোর: যশোরের ঝিকরগাছার পল্লীতে সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বিরোধের জেরে আপন ক্ষুর্তুত ভাইয়ের গাছ কাটা দায়ের কোপে খুন আর এক ভাই। মৃতের নাম কামরুল ইসলাম(৫২)। এই ঘটনায় আরও তিনজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার, ৭সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নিহত কামরুলের ভাইপো আতাউর রহমান, ভাবি আনোয়ারা ও ছোট ভাইয়ের স্ত্রী পারভিন। এদের মধ্যে আতাউর ও আনেয়ারার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে।

উল্লেখ্য, নিহত কামরুল ওই গ্রামের নুরুল হকের ছেলে। জানা গিয়েছে, নিহত কামরুলের সঙ্গে তাঁর চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের দীর্ঘদিন জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। আজ সন্ধ্যায় নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মান নিয়ে তাঁদের সঙ্গে কামরুলের কথা-কাটাকাটি হয়। তখন ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে দা নিয়ে এসে কামরুলকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। তাঁকে বাঁচাতে ছুটে আসেন ভাইপো আতাউর রহমান, ভাবি আনোয়ারা ও ছোট ভাইয়ের স্ত্রী পারভিন। তাঁদেরকেও কুপিয়ে জখম করে তাঁরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠান। তাঁদের অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কামরুল মারা যায়।

এই ঘটনায় ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্তের নিকট জানতে চাইলে, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছায়। এবং খুনিদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

Related posts

Leave a Comment