ধানবাদ: ঝাড়খণ্ডে একটি বেসরকারি হাসপাতালের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকান্ড। গতকাল মাঝরাতের এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের মধ্যে রয়েছেন এক চিকিৎসক দম্পতি। এছাড়া মৃতদের মধ্যে রয়েছেন ওই দম্পতির ভাইপো ও এক পরিচারিকা। তাঁরা ওই হাসপাতালের কর্ণধার।
এদিন রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে ধানবাদের হাজরা এলাকায়। ঘটনার সময় ওই কমপ্লেক্সের অনেকেই ঘুমাচ্ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে দমকল বাহিনী। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
previous post