সংবাদ কলকাতা: প্রাক্তন বিজেপি সভাপতি সুমিত কেশরীকে গুলি করে ও মাথা থেঁতলে মারার চেষ্টার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের গুমলা জেলার পালকোট ব্লকে।
সূত্রের খবর, প্রথমে সুমিত কেশরীকে গুলি করে মারার চেষ্টা করে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। এখানেই ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা। এরপরেও তাঁকে মাথা থেঁতলে মারার চেষ্টা করে। জানা গিয়েছে, তিনি শুধু বিজেপির সভাপতি ছিলেন না। পাশাপাশি তিনি ঠিকাদার ও ইট ভাটার মালিক। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাঁচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।