সংবাদ কলকাতা: ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূলের দিল্লিগামী বাস। ঝাড়খন্ড থেকে বিহারে প্রবেশের পথে ঘটে এই দুর্ঘটনা। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাঁরা সবাই একশো দিনের জব কার্ডধারী তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক বলে সূত্রের খবর। দলের নির্দেশে ওই বাসটিকে যাত্রীসহ কলকাতায় ফেরানো হচ্ছে।
উল্লেখ্য, একশো দিনের টাকা না পেয়ে দিল্লি অভিযানের পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস। আন্দোলন জোরদার করতে সামিল করা হয় একশো দিনের জব কার্ড হোল্ডার দলের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে। আগামী ২ ও ৩ অক্টোবর প্রায় তিন থেকে চার হাজার মানুষ ট্রেনে করে দিল্লি যাওয়ার পরিকল্পনা করে। পাশাপাশি, দলের প্রায় ১০০ জন গুরুত্বপূর্ণ নেতা ও কর্মীরাও বিমানে করে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেন।
কিন্তু ট্রেন দিতে পারবে না বলে জানিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। পাশাপাশি, যে সংস্থার বিমান ভাড়া করা হয়েছিল, তারাও জানিয়ে দেয়, যান্ত্রিক ত্রুটির জন্য ওই বিমান বাতিল করা হয়েছে। এদিকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ৩ অক্টোবর ইডি তলব করেছে। অবশেষে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ৫০টি ভলভো বাস নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের জব কার্ডধারী নেতা ও কর্মীরা। কিন্তু দিল্লি যাওয়ার আগেই ঘটে বিপত্তি। একটি বাস রবিবার সকালে ঝারকন্ড থেকে বিহার ঢোকার সময় নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অন্য একটি গাড়িতে ধক্কা মারে।