সংবাদ কলকাতা: সরকারি মঞ্চে যারা রাজনৈতিক স্লোগান ব্যবহার করে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। এমনই মন্তব্য করলেন বাংলার তথাকথিত যুবরাজ অভিষেক ব্যানার্জি। যে মন্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু সেখানে জয় শ্রীরাম স্লোগান ওঠায় তিনি ক্ষুব্ধ হন। মঞ্চে না উঠে নীচে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। যে ঘটনার নিরিখে এমনই মন্তব্য করেন ভাইপো অভিষেক ব্যানার্জি। যে মন্তব্যকে কটাক্ষ করে টুইট করেন শুভেন্দু অধিকারী। টুইটে তিনি বলেন, ‘জয় শ্রী রাম ‘ কোনও রাজনৈতিক স্লোগান নয়। ভারতবাসীর আস্থা ও শ্রদ্ধার অভিব্যক্তি। যাঁরা এই ধ্বনিকে অপমানজনক মনে করেন, তাঁদের মান সন্মানবোধ নিয়ে সংশয় রয়েছে।