সংবাদ কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: দক্ষিণ ২৪ পরগনা জেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। জয়নগরের বাঁটরা গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলায় গ্যাস বেলুনের দোকানে ঘটে এই ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে দুটি নাবালকও রয়েছে। মৃতদের নাম শাহিন মোল্লা (১৩), কুতুবুদ্দিন মিস্ত্রি (৩৫), মুচিরাম মণ্ডল (৩৫) ও আবির গাজি (৮)। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর ও বকুলতলা থানার পুলিশ। আকস্মিক এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ১০ জন। তাঁরা এখন বারুইপুর নিমপীর হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, জয়নগরের বাটরা গ্রামে একটি জলসার আয়োজন করা হয়। সেই জলসাকে কেন্দ্র করে মেলা বসে সেখানে। মেলায় প্রচুর মানুষের সমাগম হয়। বিভিন্ন দ্রব্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সেখানে প্রচুর কেনাকাটার ভিড় জমে। অকস্মাৎ ছন্দপতন ঘটে মেলা চত্বরে। মানুষ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে মেলা প্রাঙ্গন। ভিড়ের মধ্যেই একটি গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডারে ঘটে বিস্ফোরণ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হিলিয়াম ভর্তি সিলিন্ডারটির লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে। যদিও বিস্ফোরণের প্রকৃত খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
previous post
next post
