সংবাদ কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক রামস্বরূপ শর্মার দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে কয়েকজন এসে তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয়। কয়েক বছর আগের ঘটনা। তাঁর নামে খোলা হয়েছে কোম্পানি। জানত না নিজে।
রামস্বরূপ শর্মা বলেন, আমি কোম্পানির ব্যাপারে কিছু বলতে পারব না। আমার কিছু জানা নেই। তবে আমার কেষ্টপুরে একটি ফ্লাট আছে। আমি লোন হিসাবে নিয়েছি এবং পাঁচ লাখ টাকা শোধও দিয়েছি। সাহেবের কাছ থেকে নিয়েছি। লকডাউনের আগে নিয়েছিলাম। বাকি টাকা মাসে মাসে দিচ্ছি। আমার কাছ থেকে সাদা কাগজে সই করিয়েছিল। আমি করেছিলাম। যাঁরা এসেছিল, তাঁদের আমি চিনি না। সাহেব-এর নাম করে বলেছিল। অনেক বছর আগে এসেছিল। সইটা উল্টোডাঙার দিকে রাস্তায় করিয়েছিল। বলেছিল, সাহেব পাঠিয়েছে। এটা তোমায় সই করে দিতে হবে। সাহেব বলতে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছিল। ইডি ডেকেছিল, আমি কথা বলেছি। সত্যি কথা যেটা যেটা ছিল, সেটাই বলেছি। যা যা জিজ্ঞাসা করেছে আমি বলেছি। ডকুমেন্টস জমা দিয়েছি।