সংবাদ কলকাতা, ২৬ অক্টোবর : পুজোর পর আজ বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দিয়েছেন ইডি -র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে আসে জ্যোতিপ্রিয়র। সল্টলেকের বিসি ব্লকের পাশাপাশি দু’টি বাড়িতে (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। তার পাশাপাশি জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দের নাগেরবাজারের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছে ইডি। মোট আটটি জায়গায় সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা নিয়েই তল্লাশি চালাচ্ছে ইডি।
“সংবাদ কলকাতা”র News Appটি ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন:👇
https://play.google.com/store/apps/details?id=com.son.songbadkolkata
রেশন দুর্নীতি মামলায় ইডি আজ একযোগে আট জায়গায় তল্লাশি চালাচ্ছে। বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ি এবং তাঁর আপ্ত সহায়ক অমিত দে বাড়ি সহ আরও বেশ কয়েকটি জায়গায় এই তল্লাশি চলছে।
নাগেরবাজারে অমিত দে-র অপর একটি ফ্লাট পারুল অ্যাপার্টমেন্টেও ইডি হানা দিয়েছে।