সংবাদ কলকাতা: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ছুটি দিলেন চিকিৎসকরা। ইডি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নিল এবার। চিকিৎসকদের তরফ থেকে রিলিজ লেটারে সাইন করে দেওয়া হয়েছে। ইডিকেও সেই সিদ্ধান্ত প্রথমে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর সোমবার রাত ১০ টার পর ইডি আধিকারিকরা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যান কলকাতার ইডি দফতর সল্টলেক CGO COMPLEX-এ। আজ বেলা ৩ টে ১৫ নাগাদ মন্ত্রীর মেডিক্যাল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। তারপর মন্ত্রীকে হাসপাতাল থেকে রিলিজ করার সিদ্ধান্তে আসেন চিকিৎসকরা। এরপর ইডিকে তারা এই সিদ্ধান্তের কথা জানান। তারপর ইডি আজ রাত ৯ টা নাগাদ পৌঁছায় অ্যাপেলো হাসপাতালে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তারপরই দেখা যায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে বের করে নিয়ে আসছেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই তাকে নিয়ে কলকাতার ইডি দফতর সল্টলেক CGO COMPLEX-এ পৌঁছে গেছেন তারা।
উল্লেখ্য, এদিন হাসপাতাল থেকে হেঁটেই বেরিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি কাণ্ডে ইডি আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেছিলেন। গ্রেফতার করার পর আদালতের নির্দেশে মন্ত্রী ১০ দিনের ইডি হেফাজত হয়। কিন্তু আদালত এই নির্দেশ দেওয়ার দিনেই গুরুত্বর অসুস্থ হয়ে যান মন্ত্রী। আদালতের নির্দেশ মেনেই তাঁকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই গঠন করা হয় একটি মেডিক্যাল বোর্ড। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার জন্য, সেই মেডিক্যাল বোর্ডের সদস্যরা আজ বিকালে সিদ্ধান্ত নেন তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করার। হাসপাতাল থেকে রিলিজ করার পর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নিয়ে ইডি আধিকারিকরা তাঁকে নিয়ে আসেন ইডি দফতর সল্টলেক CGO COMPLEX-এ।
previous post
next post
