33 C
Kolkata
August 2, 2025
দেশ

জ্ঞানব্যাপীর শিবলিঙ্গের বয়স নির্ধারণে উদ্যোগী হল এলাহাবাদ হাইকোর্ট

এলাহাবাদ, ৭ নভেম্বর: জ্ঞানব্যাপী নিয়ে এবার ঘুরে দাঁড়াল এলাহাবাদ হাইকোর্ট। মসজিদের পুকুরে উদ্ধার হওয়া ‘শিবলিঙ্গে’র বয়স নির্ধারণে উদ্যোগ নিল  এলাহাবাদ হাইকোর্ট। কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে ‘শিবলিঙ্গে’র সঠিক বয়স নির্ধারণ করতে হয়েছে। এব্যাপারে পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের মতামত জানতে চাইল আদালত।  এবিষয়ে এএসআই-এর ডিজিকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে এবিষয়ে মতামত জানানোর কথা বলা হয়েছে। এবং সেটা লিখিতভাবে। যদিও এর আগে হিন্দু পক্ষের এই আবেদন খারিজ করে দিয়েছিল বারাণসীর জেলা আদালত। শুধু তাই নয়, জ্ঞানবাপী মন্দিরের খননকার্য  চালানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে আদালত।

প্রাচীন কাঠামোর কোনও ক্ষতি না করে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের মাধ্যমে জ্ঞানবাপীর খননকার্য বিষয়ে পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই প্রধানের কাছে মতামত জানতে চেয়েছে আদালত।
উল্লেখ্য, ঘটনাটি ঘটে ২০২১ সালের আগস্ট মাসে। জ্ঞানবাপীর মা শৃঙ্গার গৌরীর অস্তিত্ব দাবি করেন পাঁচজন হিন্দু মহিলা। তাঁরা সেসময় আবেদন করেন, মন্দিরে পূজাপাঠের অনুমতি দেওয়া হোক। এজন্য তাঁরা আদালতে মামলাও করেন। তার প্রেক্ষিতে বারাণসীর নিম্ন আদালতের বিচারক রবিকুমার দিবাকর মসজিদের ভিতরের ভিডিও সমীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। সেই সমীক্ষাতেই জ্ঞানবাপীর পুকুরে শিবলিঙ্গের অস্তিত্ব মেলে।

যদিও সেটিকে ফোয়ারা বলে দাবি করেন মসজিদের সদস্যরা। সেই হিন্দু সমাজ সমীক্ষায় পাওয়া নমুনাগুলির কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে বয়স নির্ধারণের আর্জি জানালেও আদালত সেই আবেদন গ্রাহ্য করেনি। বারাণসীর জেলা আদালত গত ১৪ অক্টোবর সেই আবেদন খারিজ করে দেয়। বিচারক হিন্দু পক্ষের বৈজ্ঞানিক অনুসন্ধানের বিরোধীতা করেন। কিন্তু, হিন্দু সমাজ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করে। এবার এলাহাবাদ হাইকোর্ট সেই আবেদনকে মান্যতা দিল।

Related posts

Leave a Comment