নতুন দিল্লি, ২৩ নভেম্বর: জোর করে রিহ্যাব সেন্টারে পাঠানোয় নিজের পরিবারের সদস্যদের খুন করল এক যুবক। গতকাল রাতে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে, নয়াদিল্লির পালম এলাকায়। কেশব নামে ওই যুবক তার নিজের বাবা, মা, বোন ও ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
পুলিস সূত্রে খবর, অভিযুক্ত যুবক মাদকাসক্ত ছিল। তাকে জোর করে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল। সেখান থেকে ফিরেই পরিবারের উপর আক্রোশ শুরু করে। বাড়ির সকল সদস্যকে ছুরি দিয়ে হত্যা করে সে।
স্থানীয় বাসিন্দাদের কথা মতো, প্রায়ই ওই যুবকের সঙ্গে তার পরিবারের সদস্যদের ঝামেলা হত। নেশার কারণেই পারিবারিক বিবাদ চরমে উঠত।
মঙ্গলবার রাতে নেশা করা নিয়েই পরিবারের সদস্যদের সঙ্গে শুরু হয় বচসা। এরপরই রাগের মাথায় তাঁর বাবা দীনেশ কুমার (৪২), মা দর্শন সাইনি (৪০), বোন উর্বশী (২২) ও ঠাকুমা দিওয়ানো দেবী (৭৫)-র উপর ছুরি নিয়ে হামলা চালায়। বাড়ি থেকে চিৎকার, আর্তনাদ শুনতে পেয়ে প্রতিবেশীরা পুলিসকে খবর দেয়।
ঘটনাস্থলে পুলিস এসে দেখে, গোটা ঘর রক্তে ভাসছে। চারজনের দেহ পড়ে আছে। আর তার পাশে অভিযুক্ত কেশব রয়েছে। পুলিস তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।
previous post