আজ সকাল বেলায় ঠাকুরপুকুর জোকা ESI হাসপাতাল এর ভিতরে একটি চারতলা বিল্ডিং এর নিচে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। এই চিত্র দেখে সাথে সাথে ঠাকুরপুকুর থানায় খবর দেওয়া হয়। ঠাকুরপুকুর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যুবক এর মুখের একটা দিক থেঁতলানো অবস্থায় রয়েছে, কে এই ব্যক্তি কিভাবে মৃত্যু হল বা ইএসআই হসপিটালেই বা কিভাবে সে আসলো সেটা নিয়ে উঠছে প্রশ্ন। হসপিটালে সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সকালবেলায় হাসপাতাল চত্বরে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হসপিটালে মোতায়েন ঠাকুরপুকুর থানার পুলিশ।