সংবাদ কলকাতা: চলতি বছরেই মেট্রো ছুটতে দেখবে ইএম বাইপাসও। জোকা-তারাতলা মেট্রোর পাশাপাশি নিউ গড়িয়া-রুবি লাইনে মেট্রো পরিষেবা চালু হতে পারে ডিসেম্বরেই। এমনই ইঙ্গিত মেট্রো কর্তৃপক্ষের।
সূত্রের খবর, কবি সুভাষ-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পে, প্রাথমিকভাবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন হবে শীঘ্রই। কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটারে থাকবে পাঁচটি স্টেশন। এগুলো হল- কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) ।
সম্প্রতি মেট্রো রেলের জেনারেল অরুণ অরোরা জানিয়েছেন, ‘এই রুটে শীঘ্রই কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) পরিদর্শন করবেন। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে পারে। গত ২৪ সেপ্টেম্বর নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ট্রায়াল রান হয়েছিল।
কিছুদিন আগেই মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জোকা-তারাতলা মেট্রো ডিসেম্বরেই। আপাতত একটি রেক দিয়েই শুরু হবে। জোকা থেকে যাত্রী তুলে রেকটি তারাতলা পৌঁছবে। সেটিই ফের জোকায় ফিরবে যাত্রী নিয়ে।
জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিলোমিটারে থাকছে ছ’টি স্টেশন। সেগুলি হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। প্রতিটি স্টেশনে চারটি করে লিফট, সাতটি চলমান সিঁড়ি সহ বিবিধ ব্যবস্থাপনা রয়েছে।
উল্লেখ্য, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল করছে। পরবর্তীতে তা গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা শুরু হবে।
							previous post
						
						
					
