কাটোয়া: আজ দুপুরে কাটোয়ার অগ্রদ্বীপে শতাব্দী প্রাচীন গোপীনাথের মেলায় এসে প্রথা ও পরম্পরা মেনে পুজোর ডালা মাথায় চাপিয়ে সপার্ষদ গোপীনাথ মন্দিরে যান অসীম সরকার। ধর্মস্থানে রাজনীতির কথা না বললেও ভারতের সমস্ত রকম দুর্নীতির অবসান চেয়ে গোপীনাথের পুজো দিলেন পূর্ব বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। পুজো দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ধর্মস্থানে রাজনীতির কথা বলব না তবে গোপীনাথকে বলেছি ভারতের সব দুর্নীতির ধ্বংস হোক। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ছন্দ মিলিয়ে উপস্থিত নেতা কর্মীদের সঙ্গে বিজেপি প্রার্থী কবিয়াল অসীম সরকার কথা বলছিলেন। জেলবন্দী তৃণমূল কংগ্রেসের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের ইঙ্গিত করে ছন্দ মিলিয়ে কবিগানের সুরে অসীম সরকার বলেন, ধর্ম যেন জেগে ওঠে এই কথা বলি/ আমরা যেন সৎপথেই চলি। যখন আমি হাতে পাব ক্ষমতা/ জনগণের সঙ্গে যেন থাকে সমতা। জনগণের টাকা মেরে নিজের টাকা বেড়ে/তারপর যেন না ঢুকি ওই জেল খানার ভিতরে। পুজো শেষে নির্বাচনী পথসভায় অংশ নিতে অসীম বাবু জেলা সম্পাদক সীমা ভট্টাচার্যকে নিয়ে কাটোয়া শহরের দিকে রওনা দেন।
previous post