April 7, 2025
বিদেশ

জেরুজালেমে জঙ্গি হামলায় মৃত ৮, জখম ১০

জেরুজালেম: ইজরায়েলে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত ৮। জখম আরও ১০ জন। জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ে হামলা চালায় এক প্যালেস্টানিয়ান জঙ্গি। এই হামলায় আহতদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দুক হাতে হামলা চালানো ওই আততায়ীকে একজন প্যালেস্টানিয়ান হিসেবেই চিহ্নিত করেছে ইজরায়েলি পুলিস।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ জেরুজালেমের পূর্ব প্রান্তের ওই ইহুদি উপাসনালয়ে তখন প্রার্থনা চলছিল। সেই সময় সেখানে ঢুকে আচমকা গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি। নিরাপত্তারক্ষীরা পাল্টা আক্রমণ শুরু করলে ওই হামলাকারী পালানোর চেষ্টা করে। কিন্তু ওই জঙ্গিকে ঘিরে ফেলতেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সে গুলি বিনিময় শুরু করে। অবশেষে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জখমদের চিকিৎসা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রসঙ্গত, এই হামলার ঠিক একদিন আগেই ওয়েস্ট ব্যাঙ্কে অভিযান চালায় ইজরায়েলি সেনা। সেই অভিযানে ৯ জন প্যালেস্টানিয়ানের মৃত্যু হয়। সেই ঘটনার ‘প্রতিশোধ’ নিতেই এই হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment