28 C
Kolkata
April 6, 2025
রাজ্য

জেনে নিন, কাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে

সংবাদ কলকাতা: বেশ কয়েক মাস ধরে প্রায় ৮০ কোটি ভারতীয়কে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্র সরকার। করোনার আবহে যা বহু মানুষের সহায় হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় প্রত্যেক রেশন কার্ডধারীরা পেয়েছে বিনামূল্যে পেয়েছে চাল ও গম। কিন্তু দীর্ঘদিন ধরে তথ্য উঠে আসছিল বেশ কিছু ব্যক্তি রেশনের সুবিধা ভোগ করছেন; যাঁরা রেশন পাওয়ার যোগ্য নয়। এবার বাতিল হতে চলেছে সেই সমস্ত ব্যক্তির রেশন কার্ড। দেখে নিন কারা এই অযোগ্য ব্যক্তি:
১.যাদের ১০০ স্কোয়ার মিটার বা তার বেশী আয়তনের ফ্ল্যাট বা বাড়ী আছে,
২. যাদের চার চাকা গাড়ী আছে বা ট্র্যাক্টর আছে,
৩. গ্রাম অঞ্চলে যাদের বাৎসরিক ২ লক্ষ টাকার বেশী আয় আছে,
বাতিল হতে চলেছে এই ধরনের আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তিদের রেশন কার্ড।

Related posts

Leave a Comment