সংবাদ কলকাতা: এবছরই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। সূত্রের খবর, আগামী জুন মাসের আগে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই গত মার্চ মাসেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারের। নিয়ম অনুযায়ী, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দুমাসের মধ্যে নতুন কমিশনার নিয়োগ করতে হয়। সেই মোতাবেক সৌরভ দাসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রায় দেড় মাস অতিক্রান্ত হয়েছে। এমতাবস্থায়, সৌরভ দাসের পদে নতুন কমিশনার নিয়োগ করে তবেই ঘোষণা করা হবে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
previous post
next post