23 C
Kolkata
December 23, 2024
টিভি-ও-সিনেমা

জীবাণু সংক্রমণে অসুস্থ ম্যাডোনা এখন অনেকটাই সুস্থ

নিউইয়র্ক: কিংবদন্তি পপ-তারকা ম্যাডোনা গুরুতর অসুস্থ। কয়েকদিন আগে নিজের বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিউইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্য আইসিইউ বিভাগে বেশ কয়েকদিন থাকতে হয় গায়িকাকে। বর্তমানে তিনি বাড়িতে ফিরেছেন। কিন্তু এখনও তাঁর চিকিৎসা চলছে।

ম্যাডোনার ম্যানেজার গাই ওসেরি গণমাধ্যমকে জানান, গুরুতর জীবাণু সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েন গায়িকা ম্যাডোনা। আপাতত তাঁর চিকিৎসা চলছে। সেজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বুকিং হওয়া ম্যাডোনার যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কিছুদিন পরেই ওয়ার্ল্ড ট্যুরের কথা ছিল, তাও আপাতত স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত বুধবার ইনস্টাগ্রামে ম্যাডোনার অসুস্থতার কথা ভক্তদের জানান তাঁর ম্যানেজার। তিনি বলেন, গায়িকাকে বেশ কয়েকদিন আইসিইউতে থাকতে হয়েছে। গায়িকা সেরে উঠলেই চুক্তি অনুযায়ী ফের যাবতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিকে আমেরিকার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে ৬৪ বছর বয়সী অসুস্থ ম্যাডোনার দেখভাল করছেন তাঁর মেয়ে লর্ডেস লিওন।

সংগীত জীবনে চল্লিশ বছর পূর্ণ করতে চলেছেন ম্যাডোনা। সেজন্য ‘সেলিব্রেশন ট্যুরে’র ঘোষণা করেছিলেন পপ তারকা। ১৫ জুলাই ভ্যাঙ্কুভারে তা শুরু হওয়ার কথা ছিল। আমেরিকার পর ইউরোপ হয়ে ১লা ডিসেম্বর আমস্টারডামে শেষ জলসার হওয়ার কথা ছিল।

Related posts

Leave a Comment