হায়দারাবাদে জাল নোটের কারবার করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক। তবে তাদের এই ধূর্ত বুদ্ধির জের বেশি দূর এগোতে দেয়নি। তাদের মাথায় এই ধরনের মতলব এসেছিল ওয়েব সিরিজ দেখে। শুরু করল নকল নোটের কারবার। এবং বাজারে চালাতে গিয়ে ধরা পড়ল জাল নোট। গ্রেপ্তার করা হয়েছে ওই দুই যুবককে। সেই সাথেসাথে বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিটার-প্রিন্টার। পুলিশ সূত্রের ,খবর কম্পিটারে তৈরি নোট প্রিন্টারে ছাপাত তারা। বিশেষ ধরনের কাগজ ও রং তারা ব্যবহার করত। ধৃতদের কাছ থেকে প্রায় চার লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এবং ৫০০ টাকার ৮১০ টি নোট পাওয়া গিয়েছে।
previous post
next post