April 16, 2025
রাজ্য

জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা , মৃত দুই আহত পাঁচ

ডায়মন্ডহারবার, ২২ আগস্ট: ১১৭ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন। গুরুতর জখম আরো পাঁচজন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রী বাহী অটো হটুগঞ্জের দিকে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রায়দিঘি থেকে ডায়মন্ডহারবারের দিকে আসছিল। সেই সময় হটুগঞ্জের কাছে বাসটি অটোটিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনার পর বাসের চালক বাস নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।

এই মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ডহারবার থানার বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় দুজনের। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

আহত আবু সিদ্দিক শেখ জানান, ‘ডায়মন্ড হারবার থেকে ডাক্তার দেখিয়ে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় হটুগঞ্জের কাছে উল্টো দিক থেকে আসা মথুরাপুর-ডায়মন্ডহারবারগামী একটি বাস অটোটিকে ধাক্কা মারে। এরপর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়।’ দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশে থাকা স্থানীয়রা ছুটে আসেন । তারাই উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অটোতে থাকা দুজন যাত্রীর হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয়। ঘাতক গাড়িটির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ।

Related posts

Leave a Comment